টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ দুর্গাপুরে একটি বেসরকারি বীমা সংস্থার অফিসে আগুন। শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে জনবহুল এলাকায় ওই সংস্থার অফিসের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে পথ চলতি মানুষ। খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।
