Breaking News

অকাল বৃষ্টিতে বিপর্যস্ত আলু ও সবজি চাষ

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফসল তোলার মুখে অকাল বৃষ্টিতে মাথায় হাত জেলার চাষিরা। পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের মুগুরা গ্রাম পঞ্চায়েতের আস্তিকপুরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অকাল বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু ও সবজি চাষিরা। গত বৃহস্পতিবার সকালের প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টির জেরে আলু ক্ষেত জলে ডুবে গেছে, যার ফলে অনেক ক্ষেত্রেই মাটির উপরে আলু বেরিয়ে পড়েছে। আর জলে ডুবে থাকার কারণে আলুতে পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে চাষিরা।
শুধুমাত্র আলুই নয়, একইভাবে সরিষা, গম, কুমড়ো সহ অন্যান্য ফসলও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমনিতেই চাষিরা আলুর ন্যায্যমূল্য পাচ্ছিলেন না, তার উপর এই অকাল দুর্যোগ তাঁদের দুশ্চিন্তা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। চাষিরা সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন।

About Prabir Mondal

Check Also

ফেসবুকে আলাপ, ১০ লাখের গয়না হাতাতেই খুন বান্ধবীকে!

টুডে নিউজ সার্ভিস, বিধাননগরঃ ফেসবুকেই আলাপ। আলাপ প্রেমে গড়াতে সময় নেয়নি। সোশ্যাল মিডিয়ার বান্ধবীর সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *