জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ যোগব্যায়ামের মাধ্যমে কিভাবে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায় সে বিষয়েই শিক্ষা দিতে সোমবার মন্তেশ্বরের মালডাঙ্গা বাজারে এলাকার মানুষের সুবিধার কথা ভেবে প্রেরণা যোগা সেন্টার নামে একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো সোমবার ।উদ্যোক্তাদের পক্ষে সুব্রত ভট্টাচার্য, চিরঞ্জিত হাজরা, প্রশিক্ষক তাপস কুমার মণ্ডল-রা বলেন, “যোগ ব্যায়ামের মাধ্যমে বহু রোগ যে প্রতিরোধ করা যায় তা এখানকার শিক্ষার্থীদের শেখানো হবে। কিভাবে নির্দিষ্ট পদ্ধতিতে যোগ ব্যায়াম করতে হয় তা শেখানো হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা। ন্যূনতম পাঁচ বছর বয়স থেকে সর্বোচ্চ যত বছর বয়স পর্যন্ত মানুষজন এই প্রশিক্ষণ নিতে পারবেন তারাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন।”
প্রশিক্ষণ নিতে আসা মানুষজন জানালেন, “এই কেন্দ্র হওয়ায় তারা খুব খুশি কেন না দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের যোগা কেন্দ্রের একটা চাহিদা ছিল। এই ধরনের কেন্দ্র বর্ধমান কাটোয়া, কালনা এলাকায় রয়েছে, গ্রামাঞ্চলে নেই। মুঠো মুঠো ওষুধ খাওয়ার পরিবর্তে যোগব্যায়ামের মাধ্যমে যদি শরীরের রোগব্যাধি থেকে দূরে থাকা যায় তাহলে প্রতিটি মানুষ যোগব্যায়ামের প্রতি বিশ্বাস রাখবেন।” আপাতত প্রথম দিনের এই প্রশিক্ষণে প্রায় ৫০ জন মানুষজন উপস্থিত ছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
Tags burdwan district Health west bengal
Check Also
মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …
Social