টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বাংলায় বজ্রাঘাতে মৃত ৪ ফের রাজ্যে বজ্রাঘাতে মৃত্যু। সোমবার সন্ধ্যায় বর্ধমানের মঙ্গলকোটে বজ্রপাতে একজন মহিলা সহ চারজনের মৃত্যু হল। জখম হয়েছেন একজন স্কুল পড়ুয়া। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। মৃতদের নাম বিজয় ঘোষ (৫৫), অজিত ঘোষ (৫৯), জিল্লাল মোল্লা (৬২) ও রুবিনা বিবি (৩৭)। মৃতদের মধ্যে কানাইডাঙ্গার বাসিন্দা বিজয় ঘোষ ও অজিত ঘোষ সম্পর্কে দুই ভাই। অন্যদিকে, ঠেঙাপাড়ার বাসিন্দা জিল্লাল মোল্লা এবং বীরভূমের নানুরের বাসিন্দা রুবিনা বিবি। রুবিনাদেবী আত্মীয়ের বাড়ি থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় মঙ্গলকোটের সাঁকোনার কাছে বজ্রপাতে তার মৃত্যু হয়। আর মাঠে গরু চড়ানোর সময় বজ্রপাতে মৃত্যু হয় বিজয় ঘোষ, অজিত ঘোষ ও জিল্লাল মোল্লার। অন্যদিকে গ্রামে টিউশন পড়ার সময় ন’পাড়ার বাসিন্দা দশম শ্রেনীর ছাত্রী হাসনাহারা খাতুন বজ্রপাতে গুরুতর জখম হন। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে এসে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।
Tags burdwan district west bengal
Check Also
কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধরলো পুলিশ
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার …
Social