যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য প্রদানে প্রবাসী চিকিৎসকর পথে গৃহবধূ ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা

Burdwan Today News Service
2 Min Read

সেখ সামসুদ্দিন, ২৭ মেঃ প্রবাসী চিকিৎসকর যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য প্রদানে উৎসাহিত হয়ে গৃহবধূ মায়া মির্জা নায়েক ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিনতি নায়েক একজন করে যক্ষ্মা রোগীর ছয় মাসের জন্য পুষ্টিকর খাদ্য প্রদানে এগিয়ে আসেন। উল্লেখ্য আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় মেমারি হাসপাতালে দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দফায় ২০ জন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়।

একই সাথে ঐ আরও দুই রোগীকে নিয়ে মোট ২২ জনকে খাদ্য প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, যক্ষ্মা বিভাগের দুই কর্মী অভিষেক ব্যানার্জী ও শিল্পা মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রথম পর্বে যক্ষ্মা রোগীদের ২০ জনকে খাদ্যদ্রব্য প্রদানের পর আবার দ্বিতীয় পর্বে আরও ২০ জনের দায়িত্ব নেন এই মহান হৃদরোগ বিশেষজ্ঞ। আজকের কর্মসূচিতে ২২ জন যক্ষ্মা রোগীর হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। চিকিৎসক সহ তার প্রতিনিধির এই কাজে উৎসাহিত হয়ে আরও দুই পরিবারের বর্ষীয়ান মহিলা সদস্যের এগিয়ে আসার জন্য হাসপাতাল সুপার থেকে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এলাকার সমাজ সচেতন মানুষদেরও যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *