টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ আম্বেদকর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করেছে শাসকদল তৃণমূল। সংসদের ভিতরে-বাইরে এই নিয়ে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা। এবার বাংলাতেও উঠলো প্রতিবাদের ঝড়, মিছিলে নামলো শাসক দল। গত শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করেন। ২৩ ডিসেম্বর সোমবার রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভাতে এবং কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করেন দলের নেতা, কর্মীরা, সেই মোতাবেক প্রতিবাদ মিছিলে সামিল হয় এদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-২ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন ঘোরদোড়চটি থেকে উল্লাস পর্যন্ত একটি মিছিল করে ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ তৃণমূল কর্মীরা। বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করে এই প্রতিবাদ মিছিলে।মিছিলের প্রথম সারিতে পা মেলান আদিবাসী সেলের রাজ্য সভাপতি দেবু টুডু, বর্ধমান উত্তরের বিধায়ক, ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখী কোনার, সহ সভাপতি দেবদ্বীপ রায়, জেলা পরিষদ সদস্য সুচরিতা ম্যাজিল্লা, বৈকুন্ঠপুর-১ অঞ্চল সভাপতি আজাদ রহমান, বৈকুন্ঠপুর-২ অঞ্চল সভাপতি অনুপম সহ আর অনেকে।
