টুডে নিউজ সার্ভিস, কালনাঃ দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন তীব্র গরম থেকে বাঁচতে গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজেদের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে প্রত্যেক আমন্ত্রিতদের হাতে একটি করে গাছের চারা তুলে দিল নব দম্পতি, এমনই অভিনব উদ্যোগ নিয়েছে পূর্বস্থলী-১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত মাদ্রা এলাকার নব দম্পতি মিষ্টু মালাকার এবং সুজিত সিংহরায়। শুক্রবার রাতে আয়োজিত পূর্বস্থলীর পারুলিয়া বাজার এলাকার একটি অনুষ্ঠান হলে, দু’জনই পরিবেশকে বাঁচানোর লক্ষ্যেই জীবনের এই বিশেষ দিনে সকল আমন্ত্রিতদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন এদিন শুক্রবার রাতে।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পঞ্চায়েতের প্রধান অপর্না চ্যাটার্জি সহ আরো অনেকে। এদিন রাতে ৪০০ জন আমন্ত্রিতদের হাতে একটি করে মেহগনি গাছের চারা তুলে দেয় এই নব দম্পতি।
Social