Breaking News

যন্ত্রণার নাম টোটো, যানজটে নাজেহাল শহরবাসী

টুডে নিউজ সার্ভিসঃ যন্ত্রণার নাম টোটো, যানজটে নাজেহাল রামপুরহাট শহরবাসী। রাস্তাঘাট জুড়ে শুধু টোটো আর টোটো। টোটো চালকদের বেপরোয়া মনোভাবের জেরে যানজট বাড়ছে রামপুরহাট শহরে। এমনি দৃশ্য দেখা গেল রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায়। শহরে টোটো চলাচলের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে। ট্রাফিক আইন ভেঙে চলাচল করছে টোটো, ইচ্ছামতো টার্ন নিয়ে নিচ্ছে টোটো চালকরা। ফলে বিপদে পড়ছেন অন্যান্য গাড়ি চালকরা‌, ফলে সব সময় রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি এই তীব্র গরমের মধ্যেও এই সময় যানজট সৃষ্টি হচ্ছে হলে সমস্যায় পড়ছেন পথ চলতে মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা। পথ চলতি সাধারণ মানুষের অভিযোগ, রামপুরহাট শহরে যানজট নিয়ন্ত্রণ একেবারে ভেঙে পড়ছে, ট্রাফিক ব্যবস্থা একদম ভেঙ্গে পড়েছে অনেক বেশি সংখ্যায় টোটো চলাচল করছে। সেই কারনেই এই যানজটের সমস্যা।

About Prabir Mondal

Check Also

রাতভর বৃষ্টির জেরে জলের তলায় দুর্গাপুরের বেশ কিছু রাস্তা, ডুবেছে গাড়িও

টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের বেশ কিছু অঞ্চল। পুরসভার বেশকিছু ওয়ার্ড এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *