টুডে নিউজ সার্ভিস, রামপুরহাটঃ তারাপীঠ শ্মশান থেকে এক সিভিক ভলান্টিয়ারের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি খুন করা হয়েছে। রবিবার সকালে এমনই দাবি করলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের বাড়ির পরিবারের সদস্যরা। মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম নিরঞ্জন দাস (৩৭), বাড়ি বীরভূমের নলহাটির ন’নম্বর ওয়ার্ডের কামারপাড়ায়। এই সিভিক ভলেন্টিয়ার নলহাটিতে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে তারাপীঠ গিয়েছিলেন পুজো দিতে গিয়েছিলেন এক বন্ধুর সাথে। রাতে তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেন না পরিবার। মাঝরাতে আবার ফোন করলে তারাপীঠ থানার পুলিশ ফোন তুলে পরিবারের লোককে বলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত আসতে।
পুলিশ সূত্রে জানা যায়, ওদিন রাতে পুলিশ তারাপীঠ শ্মশান এলাকায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এটি খুন নাকি অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সিভিক ভলেন্টিয়ারের সেই নিয়ে চলছে তদন্ত।
Tags district west bengal
Check Also
বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা, জখম ৪০
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব …
Social