টুডে নিউজ সার্ভিসঃ যন্ত্রণার নাম টোটো, যানজটে নাজেহাল রামপুরহাট শহরবাসী। রাস্তাঘাট জুড়ে শুধু টোটো আর টোটো। টোটো চালকদের বেপরোয়া মনোভাবের জেরে যানজট বাড়ছে রামপুরহাট শহরে। এমনি দৃশ্য দেখা গেল রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায়। শহরে টোটো চলাচলের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের হেঁটে চলাচল করা দায় হয়ে পড়েছে। ট্রাফিক আইন ভেঙে চলাচল করছে টোটো, ইচ্ছামতো টার্ন নিয়ে নিচ্ছে টোটো চালকরা। ফলে বিপদে পড়ছেন অন্যান্য গাড়ি চালকরা, ফলে সব সময় রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। এমনকি এই তীব্র গরমের মধ্যেও এই সময় যানজট সৃষ্টি হচ্ছে হলে সমস্যায় পড়ছেন পথ চলতে মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা। পথ চলতি সাধারণ মানুষের অভিযোগ, রামপুরহাট শহরে যানজট নিয়ন্ত্রণ একেবারে ভেঙে পড়ছে, ট্রাফিক ব্যবস্থা একদম ভেঙ্গে পড়েছে অনেক বেশি সংখ্যায় টোটো চলাচল করছে। সেই কারনেই এই যানজটের সমস্যা।
Tags district west bengal
Check Also
কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া
রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …
Social