টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার সকালে আচমকা ঝোড়ো হাওয়ার দাপটে দামোদর নদ পারাপারের সময় কাঠের সেতু থেকে পড়ে গেল একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অমরপুর এলাকায়। আহত হয়েছেন গাড়িতে থাকা দুই ব্যক্তি। আহত ব্যক্তি জোৎশ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার দে এবং তার এলাকার এক সহকর্মী। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। পরে তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গেছে, দলীয় কর্মসূচিতে যোগ দেয়ার জন্য চারচাকা গাড়ি করে জোৎশ্রীরাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি তপন কুমার দে ওই কাঠের সেতু পার হচ্ছিলেন, তখনই হঠাৎ ঝড় শুরু হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে যায়।