টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ভিন জেলার দুই মোবাইল চোরকে গ্রেপ্তার করলো দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কাঁকসার গোপালপুর এলাকা থেকে সুভাষ মন্ডল নামে একজনকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ, তাকে জেরা করে বীরভূমের দুবরাজপুর এলাকা থেকে শেখ আনোয়ার ও শেখ এনামুলকে বিধাননগর ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। ধৃতদের জেরা করে পুলিশ আরও তথ্য জানার চেষ্টা করছে।
