টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ডাকাতির ছক বানচাল! পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওরগ্রামে ডাকাতি করতে এসে পুলিশের জালে তিন ডাকাত, উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ আটক একটি ছয় চাকার লরি। ধৃতদের বুধবার পাঠানো হয় বর্ধমান জেলা আদালতে। মঙ্গলবার গভীর রাত্রে একদল ডাকাত জরো হয়েছে ভাতারের ওরগ্রাম এলাকায় পুলিশ গোপন সূত্রে এমনি খবর পেয়ে ওই জায়গায় হানা দেয়। ধৃতদের নাম সানু শেখ বাড়ি মানকর, নয়ন শেখ বাড়ি মঙ্গলকোটের কল্যাণপুর ও তরুণ ফুলমালি বাড়ি বর্ধমানের ভুতারপাড়।পুলিশের এই সফলতায় খুশী ভাতার এলাকার মানুষজন।
