টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বৃষ্টিকে উপেক্ষা করেই আলু চাষীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তুমুল বিক্ষোভ দেখিয়ে মঙ্গলবার বর্ধমানের কার্জনগেটে। পাশাপাশি জেলাশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন। এদিন তারা কার্জন গেটের সামনে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ শুরু করেন। এদিন রায়না থেকে মিছিল করে প্রায় ২০০০ হাজার আলু চাষী সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়ে কার্জন গেটে বিক্ষোভ দেখান।
এরপরেই চাষীরা জেলাশাসকের দপ্তরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। তাদের দাবি কৃষকদের আলুর ফসল বাহির রাজ্যে যেতে দিতে হবে, যখন বিজের কালো বাজারি হয় তখন সরকারকে তাতে হস্তক্ষেপ করে ন্যায্য মূল্যে বীজ দিতে হবে চাষিকে, কীটনাশক ঔষুধের দাম কমাতে হবে। এইরকম আরও অন্যান্য দাবি নিয়ে এদিন তারা সরব হন।
Social