টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ কেন্দ্রীয় বঞ্চনা ও বাজেটের বিরুদ্ধে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিলের আয়োজন করে। এদিন কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হয় মিছিলটি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় থেকে শুরু হয়ে বি-ওয়ান মোড় থেকে ঘুরে আবারও মহাবিদ্যালয় এসে শেষ হয়।
এদিন এই মিছিলে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদকে গর্জে উঠতে দেখা যায়। যেভাবে বিভিন্ন টেলিকম সংস্থা সাধারণ মানুষের সমস্যা উপেক্ষা করে প্রতিনিয়ত দাম বাড়িয়ে চলেছে একই সাথে পেট্রোল দাম বাড়িয়ে চলেছে কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়।
Social