Breaking News

শুরুতেই হোঁচট, তাল কাটল জোটের! শপথের দিন রাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ফেরালেন অনড় অজিত পাওয়ার

টুডে নিউজ সার্ভিসঃ এনডি-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারে শনিবার ছিল মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। শুরুতেই কিছুটা হোঁচট খেল জোট সরকার। মোদির নেতৃত্বে গঠিত নতুন সরকারে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল মহারাষ্ট্রের এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী। প্রকাশ্যে জানিয়ে দিল, পূর্ণ মন্ত্রকই চাই। নয়তো মন্ত্রীসভায় যোগ দেব না।

বিজেপির তরফে শনিবার রাতে এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠীর নেতা প্রফুল্ল প্যাটেলকে বিজেপির পক্ষ থেকে ফোন করে জানানো হয়, আপনাকে মন্ত্রীসভায় রাখা হচ্ছে। কিন্তু যখনই তিনি জানতে পারেন যে সেটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর পদ, তখনই বেঁকে বসেন। প্রবল ক্ষুব্ধ হন অজিত।

তারপরই পাল্টা ফোন করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেন যে, আমাদের এমপিকে পূর্ণমন্ত্রী করতে হবে। অজিত পাওয়ারের এনসিপি এবার লোকসভা ভোটে মাত্র একটি আসনে জয়ী হয়েছে। তা সত্ত্বেও তিনি যে এরকম দর কষাকষি করতে পারেন, সেটা অবিশ্বাস্য ঠেকেছে মোদি বা অমিত শাহের কাছে।

About News Desk

Check Also

পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিস্থাপকতার জন্য সরকারের সক্রিয় পদক্ষেপের প্রশংসা করলেন মমতা বিনানি

টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ সিএস (ড.) অ্যাড. এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম ডব্লিউবি-এর সভাপতি মমতা বিনানি বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *