Breaking News

বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি

অরুণাভ দত্ত, বালুরঘাটঃ রবিবার সকালে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র বালুঘাটের তহবাজার, যোগমায়া বাজার ও পাওয়ার হাউস বাজার পরিক্রমা করে জনসাধারণের সঙ্গে জনসংযোগ সাড়লেন। এদিন উপস্থিত ছিলেন বালুঘাট জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখর দাশগুপ্ত, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতম রাম মন্ডল, পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বালুঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী,৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলার সুরজিৎ সাহা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্যামল সাহা ,১ নম্বর ওয়ার্ড কাউন্সিলার পিন্টু দাস, ও অন্যান্য নেতৃবৃন্দ।

About Prabir Mondal

Check Also

ছাত্রের সঙ্গে বিয়ে! ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অধ্যাপিকা

https://youtube.com/watch?v=DtKkoXN83Go%3Fsi%3Duq8Tf9oKtBf_HpoM https://youtu.be/DtKkoXN83Go?si=jCn7axQlgKt47XXr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *