টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ, ধৃতকে শনিবার কাটোয়া আদালতে তোলা করা হয়। এদিন কাটোয়ায় অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানান পূর্ব বর্ধমান জেলা পুলিশ এডিশনাল এসপি রুরাল।
আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল গোটা দেশ। আর এই আবহে সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। জানা যায়, ঐ শিশু সকালে ভুট্টা কিনতে গিয়েই ঘটল বিপত্তি। চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকার মানুষেরা। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলিয়ে যায় তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
ঘটনায় কাটোয়া থানার পুলিশ সহ পূর্ব বর্ধমান পুলিশ একাধিক টিম সংগঠিত করে এবং ড্রোন এবং ড্রাগন লাইটের সাহায্যে একটি জঙ্গল থেকে অভিযুক্ত চরণ মাঝিকে গ্রেফতার করে, জানা যায় সেখানে সে বিকেল থেকেই লুকিয়ে ছিল। পুরো জঙ্গল ঘেরাও করে চিরুনি তল্লাশির মাধ্যমে অনুসন্ধান করে, অপরাধটি ঘটানোর ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে শনিবার আদালতে তোলে পুলিশ।
Tags burdwan district west bengal
Check Also
নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনায় পথে নামল বিজেপি
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোলঃ এখনও আরজি কর-এর ঘটনার রেশ কাটেনি। তারমধ্যেই ঘটে গেল আর এক …
Social