টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ কৃষ্ণনগর, হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছে ১৭ রকমের পাঁপড়। সেই সব পাঁপড় নিয়ে বসেছে পাঁপড় মেলা। ৪ দিনের এমনই অভিনব মেলার উদ্যোগ দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর আলো ওয়েলফেয়ার সোসাইটির। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্য রাখি তিওয়ারি।
উদ্যোক্তা পল্লব রঞ্জন নাগ বলেন, “প্রতিবছরই আমরা ইস্পাত নগরীর মানুষকে নতুন কিছু উপহার দিয়ে থাকি। মাছে ভাতে বাঙালি তো প্রতিবছরই করি এবার পাঁপড় মেলার আয়োজন করেছি। কৃষ্ণনগর, হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লঙ্কার পাঁপড়, ধনে পাতার পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড় সহ ১৭ রকমের পাঁপড় এনেছি। উদ্যোক্তারা আরও জানান, উদ্বোধনের দিন সকলকে সম্পূর্ণ বিনামূল্যে খাওয়ানো হচ্ছে পাঁপড় এবং অন্যান্য দিনগুলি ১০ টাকায় ১৭ রকমেরই পাঁপড় পাওয়া যাবে এই মেলায়।
