টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ ঝাড়খণ্ডের অতি বৃষ্টিপাতের ফলে মাইথন এবং পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমান বেড়েছে। যে জল দামোদরের দুর্গাপুর ব্যারেজে এসে পড়বে রাত আটটা নাগাদ। তার ফলে দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকেও জল ছাড়ার পরিমান বাড়বে। দামোদরের আশেপাশের নিম্নবর্তী অঞ্চলে বন্যার হওয়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমান এখন দেড় লক্ষ কিউসেক। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়ার যে সব অঞ্চল দামোদরের ধারে, সেই জায়গাগুলোতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে বলেও জানান, সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার।
Tags burdwan district Weather west bengal
Check Also
দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …
Social