Breaking News

একটানা বৃষ্টি – বিপর্যস্ত এলাকাবাসী

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, বর্ধমানঃ গুসকরা শহরের আকৃতিটা অনেকটা গামলার মত- দু’প্রান্ত উঁচু, মাঝখানটা নীচু। ফলে শহরের বেশ কিছু এলাকা থেকে সহজে জল বের হতে চায় না। গত দু’দিন ধরে কখনো একটানা ভারী বৃষ্টি, কখনো হাল্কা বৃষ্টিতে শহরের বিস্তীর্ণ নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এদের অন্যতম হলো ১৪ নং ওয়ার্ড। অতিরিক্ত বৃষ্টিপাত হলেই প্রায় প্রতিবছর এলাকার বাসিন্দারা সমস্যায় পড়ে যায়।

জানা যাচ্ছে, এই বৃষ্টিতে এই ওয়ার্ডের বেশ কয়েকটি মাটির বাড়ি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি ক্ষতিয়ে দেখার জন্য ১৫ সেপ্টেম্বর সকালেই নিজের ওয়ার্ডে ঘোরেন স্থানীয় কাউন্সিলর সাধনা কোনার।

তিনি বললেন, ১০-১২ টি মাটির বাড়ির দেওয়াল বৃষ্টির জলে ধসে গেছে। এদের মধ্যে দুটি বাড়ি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরসভার পক্ষ থেকে তাদের হাতে ত্রিপল তুলে দেওয়া হচ্ছে। জমি সংক্রান্ত সমস্যার জন্য তারা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পায়নি। সেইসব সমস্যা দূর করে তারা যাতে বাড়ি পায় তারজন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শিবপ্রসাদ রায়, সুমিত্রা আঁকুড়ে, পূর্ণিমা খাঁ, কার্তিক খাঁ প্রমুখ জানালেন, আমাদের মাটির বাড়ি, গরীব মানুষ বাড়ি তৈরি করার সামর্থ্য নাই। এখন সরকার থেকে যদি বাড়ি তৈরি করে দেয় তাহলে খুবই ভাল হয়।

গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন, আমাদের প্রত্যেক কাউন্সিলার সুখে-দুঃখে সর্বদাই মানুষের পাশে থাকে। এলাকাবাসীর জন্য তারা যথেষ্ট সচেতন। এক্ষেত্রেও দুর্যোগ মাথায় নিয়েও ওয়ার্ড কাউন্সিলার হিসাবে সাধনা তার দায়িত্ব পালন করে গ্যাছে। চেয়ারম্যান হিসাবে আমি গর্বিত।

About News Desk

Check Also

দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দামোদর নদ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *