টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ তৃণমূলের হাতে আহত তৃণমূল কর্মীকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকেই দেখতে হাসপাতালে যান শনিবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান জেলার গলসীর মনোহর সুজাপুরে ঈদের আগেরদিন রাতে গোষ্ঠী কোন্দলের ফলে গুরুতর জখম হন তৃণমূল কর্মী স্বপন মল্লিক । জরুরী বিভাগের এক তলায় ভর্তি রয়েছেন স্বপন মল্লিক, তার সাথে কথা বলের পাশাপাশি তার পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “রাজ্যে যে রাজনৈতিক হিংসা হচ্ছে তার উদাহরণ স্বপন মল্লিক। ইদের ঠিক আগেরদিন তাঁকে কোপানো হয়। গোটা গায়ে ব্যান্ডেজ। সেলাই হয়েছে। নৃশংস রাজনীতির প্রতিবাদ আমরা বারবার করেছি। হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলাম। ভীষণ গরিব। তাঁর পাশে আছি। দ্রুত সেরে উঠুক, এটাই প্রার্থনা করব।” এদিকে, স্বপন মল্লিকের জখম হওয়ার ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্তের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, এর আগে তৃণমূলের শিবিরে ঢুকে শবরতে চুমুক দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষ। তার পরই তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে বিজেপি প্রার্থী। রাজনীতিতে ভোটের মুখে এই সৌজন্যের ছবি বেশ খানিকটা ব্যতিক্রম, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
