কৌশিক গাঙ্গুলি, বীরভূমঃ খোয়াজ মহম্মদপুরে বোমাবাজির ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল দুবরাজপুর থানার পুলিশ। আগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। মোট ১১ জনকে গ্রেফতার করা হল। সেখ আজম এর ছেলে সেখ সুরজ এবং সেলিম গোষ্ঠীর সেখ মফিজুলকে সোমবার ভোরবেলায় দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করে। আজ তাঁদের দুবরাজপুর আদালতে তোলা হয়।
