মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ জয়দেব কেন্দুলীতে শুরু হল মকরস্নান। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী মকরস্নান ও মেলা দেশ বিখ্যাত। প্রথমদিনে দুই লাখেরও বেশি লোক মকর স্নান করেন অজয় নদীতে। কড়া নিরাপত্তার চাদরের মুড়ে ফেলা হয়েছে পুরো জয়দেব কেন্দুলীকে। যাত্রী সাধারনের যাতে কোনো রকমও অসুবিধা না হয় তার জন্য বীরভূম জেলা প্রশাসন যথেষ্ট নিরাপত্তা বন্দোবস্ত করেছেন।
পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, ২৫০০-রও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে জয়দেব মেলায়। পাঁচজন ডিএসপি পদমর্যাদা সম্পন্ন অফিসার সর্বক্ষণ জয়দেব মেলায় থাকবেন। রবিবার ভোর থেকে তিন থেকে চারটি ঘাটে চলছে পূণ্যস্নান।
Social