টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ জোর কদমে চলছে জাতীয় সড়কের কাজ। শুক্রবার দুপুরের পর থেকে চলছে বৃষ্টি। এদিন বিকালে ১৯ নম্বর জাতীয় সড়কে উপরে সিক্স লেনের কাজ চলাকালীন শক্তিগড় থেকে বর্ধমান গামী রুটে বর্ধমান দু’নম্বর ব্লকের জামতলা আন্ডার পাশের সন্নিকটে হঠাৎ করে ধস নেমে যায়। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনায় প্রায় কুড়ি মিনিটের মতন যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য যান চলাচল আগের মত স্বাভাবিক হয়। এদিকে রাস্তার কাজ শেষ না হতেই এমন ঘটনায় আতঙ্কে সকলে।
ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এসে জোর কদমে শুরু করেছে ধস সম্প্রসারণের কাজ। যদিও এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাজ নিয়ে উঠছে প্রশ্ন।
Social