জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলা সহ দুই জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মিলন বোস ও বন্দনা সাঁতরা মন্তেশ্বর ব্লকের বাঘাসন পঞ্চায়েতের পাকুরমারি গ্রামের বাসিন্দা। থানা ও মিলনের পরিবার সূত্রে জানা গেছে, মিলন বোস-এর সাথে বন্দনা বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুইজনে বিয়েও করে। ঘটনায় মিলন বোস স্ত্রী কেয়া বোস শুক্রবার মন্তেশ্বর থানা এক লিখিত অভিযোগে জানান বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছে মিলন ও বন্দনা। পুলিশ জানায় অভিযোগ খতিয়ে দেখে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কালনা এদিন আদালতে তোলে মন্তেশ্বর থানার পুলিশ।
Social