Breaking News

চালু হলো রানাঘাট-বনগাঁ শাখায় ইএমইউ ট্রেন

 

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ সোমবার রানাঘাট-বনগাঁ শাখার নতুন আরেকটি ইএমইউ ট্রেনের সূচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক ও শিয়ালদা ডিভিশনের ডিআরএম। 

এদিন উদ্বোধনের আগে মঞ্চে ভাষণ দিতে গিয়ে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

একাধিক বিষয়ে সাংবাদিক সম্মেলনে জানান :

১৬৫০০ টেম্পোরারি হোমগার্ড নিয়োগ প্রসঙ্গে ট্যুইট নিয়ে বলেন :

১৬৫০০ ক্যাডার ঢুকিয়েছে। সব থানাতে পার্টির ক্যাডারদের ঢুকিয়ে দিলেন। এমএলএ, ওসি, আইসি-রা কথা বলে অস্থায়ী ১৬৫০০ জনকে নিয়োগ করে দিয়েছেন। কোনো নিয়ম মানা হয়নি। 

বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার সম্পর্কে বলেন :

আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলবো না। 

সূর্যকান্ত মিশ্র-এর তৃণমূলে ভালো লোক আছে আর বিজেপির সবাই দাঙ্গাবাজ নয় প্রসঙ্গে বলেন :

উনি ওনার মত প্রকাশ করতেই পারেন, উনি একজন সিনিয়র লিডার মত প্রকাশ করেছেন। সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। 

রেলের জমিতে আবাস যোজনার ঘর হচ্ছে প্রসঙ্গে বলেন :

রেলের অধিকাংশ জমি তোলাবাজরা দখল করে রেখেছে। রেলের জমি রেলের উচিত সংরক্ষিত করা। গরীব মানুষের মাথায় লাঠি মেরে নয়। 

হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন :

জুডিশিয়ারি বিষয়ে কিছু বলবো না। জুডিশিয়ারি এত দুর্বল নয়। ভাবার কোনো কারণ নেই। 

দিল্লিতে অনুব্রতর বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বলেন :

এর জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা আছেন তারাই যথেষ্ট। এটা নিয়ে আমাদের নাক না গলানই ভালো, দূরে থাকা ভালো।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *