টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মহিলাদের ‘রাত দখল’-এর রাতেই তরুণীর গলা কাটা দেহ উদ্ধার। পূর্ব বর্ধমানের নান্দুরে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। বুধবার রাত পৌনে আটটা নাগাদ এক তরুণীর গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল জোতরাম সংলগ্ন নান্দুরের ঝাপানতলা আদিবাসী পাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ ও বর্ধমান থানার পুলিশ। মৃত তরুণীর বাড়ির পাশেই মাঠ থেকে গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃতার নাম প্রিয়াঙ্কা হাঁসদা (২৫)। ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নান্দুর গ্রামেই বাড়ি মেয়েটির। তাঁর বাবা সুকান্ত হাঁসদা জানান, তাঁর এলাকায় একটি টেলারিংয়ের দোকান রয়েছে। মেয়েটি ব্যাঙ্গালোরে একটি শপিংমলে কাজ করতো এবং বর্ধমান দূরশিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর পড়ছিল। গত ১২ তারিখ সোমবার সে বাড়ি ফেরে। পরিবার সূত্রে আরও জানা যায়, সে পরিবারের লোককে বলে বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির বাইরে বেরোন। তারপর দীর্ঘক্ষণ না আসার পরে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে খোঁজ করতে গিয়ে দেখেন বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বে মাঠে গলার নলি কাটা অবস্থায় পড়ে আছেন প্রিয়াঙ্কা। তারপরেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান প্রাথমিক তদন্ত করছি পরবর্তীতে সবকিছু জানাবো।
এই ঘটনায় স্তম্ভিত হয়ে তাঁর পরিজনরা এবং এলাকাবাসী। হঠাৎ কী কারণে কে বা কারা তাঁকে এইভাবে খুন করল তা কিছুই তাঁরা বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন। বর্ধমান ও শক্তিগড় থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।
Social