টুডে নিউজ সার্ভিসঃ কালীঘাটের কাকুর সংস্থা লিপস আন্ডস বাউন্ডস-এর অফিসে ১৮ ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। এবার সেই ইডির আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনল কোম্পানির আধিকারিকরা। লালবাজারে সাইবার সেলে একটি কমপ্লেন করা হয়েছে, যেখানে ইডির অফিসার দের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন লিপস এন্ড বাউন্সের অ্যাকাউন্টটেন্ড চন্দন বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, কোম্পানির কর্মীদের অজ্ঞাতসারে, বেআইনিভাবে লিপস অ্যান্ডস বাউন্ডসের অফিসের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন ইডির অফিসাররা। লালবাজারের সাইবার পুলিশ সেলে অভিযোগ দায়ের করেছেন লিভস এন্ড বাউন্সের একাউন্টেন্ট।
Check Also
ডাক্তারবাবু মেয়েকে বাঁচান! সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক …