জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ গত ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্র সরকারের কাছে রাজ্যের ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করেছে। তারই পরিপ্রেক্ষিতে রবিবার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ-এর নেতৃত্বে কুসুমগ্রাম বাজারে একতা মঞ্চে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মীসভার আয়োজন করা হয। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান, নবনির্বাচিত সদস্য-সদস্যা, পঞ্চায়েত সমিতির পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ রাকিবুল শাহ, খাদ্য কর্মাধ্যক্ষ লালন শেখ, ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান সহ আরও অনেকে।
এই সভা থেকে মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জী-র ঘোষিত কর্মসূচি অনুযায়ী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমদ হোসেন শেখ ঘোষণা করেন, ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে ফের পথে নামার জন্য ২ ও ৩ ডিসেম্বর ব্লকের প্রত্যেক বুথে মিছিল করা হবে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার এইভাবে গরিব মানুষের টাকা আটকে রাখতে পারে না, তাই দলের নেতাকর্মীদের তিনি আরও নির্দেশ দেন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার কথা তুলে ধরতে হবে মানুষকে। এখন ধান কাটার মরসুম চলছে তাই সন্ধ্যার পর দলের কর্মীরা প্রত্যেক বুথের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝান কেন্দ্রের বঞ্চনার কথা।
Social