জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ বিগত কয়েক বছরের মতো এই বছরেও দুর্গাপুজোর অনুদানের চেক প্রদান করা হল মন্তেস্বরে। মন্তেশ্বর ব্লকের অনুমতিপ্রাপ্ত ২০০ পুজো কমিটির হাতে ৭০ হাজার টাকা করে চেক তুলে দেয় মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বর থানার ওসি কুনাল বিশ্বাস।মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সব সময়ই চিন্তা-ভাবনা করেন গ্রামের পুজোগুলো যাতে আর্থিক অসুবিধার কারণে বন্ধ হয়ে না যায় সেজন্য বিগত কয়েক বছর ধরেই তিনি পুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্য করে চলেছেন, এ বছরে সে অনুদান ১০,০০০ টাকা বাড়িয়ে ৭০,০০০ টাকা করা হয়েছে। ওসি কুনাল বিশ্বাস বলেন, পুজো কমিটি গুলিকে সরকারি বিধি-নিষেধ মেনে পুজো আয়োজনের জন্য বলা হয়েছে। পুজোর প্রাক্কালে এই আর্থিক অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা।
