Breaking News

দুয়ারে সরকার শিবিরে চক্ষু পরীক্ষা করালেন উপপ্রধান

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ দুয়ারে সরকার শিবিরে চক্ষু পরীক্ষা করালেন পঞ্চায়েতের উপ প্রধান জয়দেব ব্যানার্জী। শুক্রবার থেকে রাজ্যজুড়ে ফের শুরু হলো দুয়ারে সরকার। যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বারের শিবির থেকে সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবেদন সহ মোট ৩৬টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এদিন অষ্টম পর্যায়ের প্রথম দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের জোতরাম উচ্চ বিদ্যালয়ে।

এদিনের শিবিরে সরকারি একাধিক পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, চোখের আলো প্রকল্পে চক্ষু পরীক্ষারও ব্যবস্থা থাকে। অন্যান্য বারের দুয়ারে সরকার শিবির থেকে এবার শিবিরের উপভোক্তাদের সংখ্যা অনেকটাই কম। এই শিবিরে আসা সকল উপভোক্তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কি না শিবির পরিদর্শনে আসেন বর্ধমান-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিল্পা ভগত, সহ স্থানীয় বিধায়ক। পাশাপাশি শিবির শুরু থেকেই উপস্থিত থাকেন বৈকন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জী, বৈকুন্ঠপুর-১ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সেখ আজাদ রহমান সহ আরও অনেকে।

About Prabir Mondal

Check Also

রেলের সবটাই কি বাণিজ্যিক! প্রশ্নের মুখে রেলের মানবিকতা

টুডে নিউজ সার্ভিসঃ ব্যান্ডেল- কাটোয়া লাইনের পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় রেল স্টেশনে এক মহিলা কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *