টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান ১৯ নম্বর জাতীয় সড়কে শক্তিগড়ে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বুধবার বর্ধমানগামী এক মোটর বাইককে ওভারটেক করতে গিয়ে লরির ধাক্কায় রাস্তার পাশে সিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত বাইক আরোহীর নাম শেখ আজিজুর রহমান (৩৮), মেমারির বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে ওই বাইক আরোহীর দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
পাশাপাশি ঘাতক লরিটির চালক ও খালাসীকে কর্মরত ট্রাফিক হোমগার্ডের কর্মীরা আটক করে।
জানা যায়, মৃত যুবক মেমারি শহর বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। বিগত মেমারি পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। তাঁর পরিবারে বাবা, স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Social