Breaking News

হঠাৎই বাস থেকে যাত্রীদের নামিয়ে মেছেদা-হলদিয়া রুটে বাস প্রত্যাহার বাস মালিকদের

 

টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ  ৬ মে শুক্রবার থেকে হলদিয়া-মেছেদা (এনএইচ-৪১) রুটে বাস প্রত্যাহার করে নিল বাস মালিকেরা। এদিন সকাল দশটা থেকে সড়কের পাশেই জেলাশাসকের অফিসের সামনে বাস দাঁড় করিয়ে প্রতিবাদে নামেন বাস কর্মচারী ও বাস চালকেরা। হলদিয়া জাতীয় সড়ক রুটে তমলুকের নিমতৌড়ি কাছে জেলাশাসকের অফিসের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দেওয়া হয়। অফিস টাইমে এভাবে বাস প্রত্যাহার করে নেওয়ায় সাধারণ যাত্রী থেকে অফিস কর্মচারীরা সমস্যার মধ্যে পড়েন। হলদিয়া মেছেদা জাতীয় সড়ক রুটে প্রতিদিন ৬০ থেকে ৬৫ টা বাস চলাচল করে। মেদিনীপুর জেলার প্রবেশদ্বার  মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শিল্প নগর হলদিয়া যাতায়াত করে বাস গুলি জাতীয় সড়ক রুটে। বহু মানুষ এই রুটে যাতায়াত করেন নিত্য প্রয়োজনীয় ও জীবিকার কারণে।

হলদিয়া-মেছেদা জাতীয় সড়ক রুটে কোনোরূপ আলোচনা ছাড়াই জেলা পরিবহন দপ্তর থেকে নতুন সময়সূচি ঘোষণা হয়েছে যা বাস চলাচলের জন্য আর্থিক দিক থেকে অন্ততঃ ক্ষতিকর। বাস মালিকদের আরও দাবি  তেলের মূল্যবৃদ্ধি সহ যন্ত্রাংশের দাম বাড়ায় এমনিতেই লোকসানের মুখ দেখছেন বাস চালিয়ে। এর ওপর নতুন সময়সূচী মেনে বাস চালালে আরও বেশি লোকসান হবে। এই রুটের বাস চালক ও কর্মী সংগঠনের বক্তব্য, ‘পরিবহন দপ্তর থেকে ঘোষণা হওয়া নতুন সময়সূচী অমানবিক। নতুন সময়সূচীতে ভোর ৩ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত বাস চলাচলের নির্দেশে দেওয়া হয়েছে। যা কোনোভাবেই সম্ভব নয়।

About Burdwan Today

Check Also

প্রবাসী চিকিৎসক হাসপাতালের যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

সেখ সামসুদ্দিন, মেমারিঃ আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *