Breaking News

সংগঠনের পতাকা ও পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা কাঁকসায়

  

পাপু লোহার, কাঁকসাঃ সংগঠনের পতাকা ও পোস্টার ছেঁড়া কেন্দ্র করে উত্তেজনা কাঁকসার তিন নম্বর কলোনি এলাকায়। একটি রোড নির্মাণকারী বেসরকারি ঠিকা সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখাল পানাগড় শিল্পতালুক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সংগঠন, তাদের অভিযোগ তাদের সংগঠনের পতাকা ও মমতা ব্যানার্জির ছবিসহ সংগঠনের ব্যানার খুলে,ছিড়ে নিয়ে গেছে তৃণমূল কর্মীরা। মঙ্গলবার সকালে কাঁকসা ব্লক  তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোড নির্মাণকারী সংস্থার কাছে একটি স্মারকলিপি জমা দিতে যাই কাজের দাবি নিয়ে আর সেই সময় কাঁকসা ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সীর অনুগামীরা পানাগড় শিল্পতালুক তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সংগঠনের পতাকা ও মমতা ব্যানার্জির ছবিসহ সংগঠনের ব্যানার খুলে, ছিড়ে নিয়ে গেছে তৃণমূল কর্মীরা, এই অভিযোগ নিয়ে কাঁকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সোমবার সন্ধ্যা বেলায়।

 

সংগঠনের সহ সভাপতি শেখ সবর আলী বলেন, দীর্ঘদিন ধরে কাঁকসায় চলছে সিন্ডিকেট রাজ, তিনি আরও বলেন কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও তার অনুগামীরা  শিল্পতালুক সহ বিভিন্ন জায়গায় চালাচ্ছে সিন্ডিকেট রাজ। শিল্পতালুক আইএনটিটিইউসি সংগঠন সাধারণ মানুষের কাজের জন্য লড়ছে আর অন্যদিকে আর ব্লক সভাপতি তার অনুগামীরা ব্যবসার নামে চালাচ্ছে সিন্ডিকেট। বারবার উচ্চ নেতৃত্বকে জানানো সত্ত্বেও হয়নি কোন সুরাহা।

সাংগঠনিক সম্পাদক উত্তম বিশ্বাস জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি পানাগড় শিল্পতালুকে কোনো সিন্ডিকেট রাজ চলতে দেবে না তারা প্রথম থেকে শ্রমিকদের নিয়ে লড়ছে আর লড়ে যাবে। আগামী দিনে তারা উচ্চ আন্দোলনে যাবে। এই ঘটনার পর গোটা পানাগড় জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির নেতা জানিয়েছেন গোটা তৃণমূল কংগ্রেসের দলটাই কাটমানি আর সিন্ডিকেটের রাজত্ব চালায়। তারা সাধারণ মানুষের কথা ভাবে না। তারা কাটমানির নামে গরিব মানুষদের চাকরি থেকে বের করে দেয় এটাই তাদের সংস্কৃতি। এ বিষয়ে কাঁকসার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বক্সী মুখে কুলুপ এঁটেছেন।

About Burdwan Today

Check Also

ডাক্তারবাবু মেয়েকে বাঁচান! সাপ নিয়ে হাসপাতালে হাজির বাবা

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল মর্মান্তিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *