দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বুধবার ইন্দাস পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গাপুজোর প্রাক্কালে ইন্দাস ব্লক এলাকার সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যদের ও দুর্গাপুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত যেমন বিদ্যুৎ দফতর, দমকল দফতরের আধিকারিকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সংহতি ভবনে। এদিনের আলোচনা সভা থেকে মূলত পুজো কমিটির সদস্যদের নির্দেশ দেওয়া হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে, এবং সমস্ত রকম পরিস্থিতিতেই ইন্দাস পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলার কথাও বলা হয়। একই সঙ্গে এলাকায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দেখেও নজর দিতে নির্দেশ দেওয়া হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আভাস পেলে সঙ্গে সঙ্গে যেন ইন্দাস থানায় খবর দেওয়া হয় তারও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করে পুজো মন্ডপে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথাও বলা হয়।
এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, মোল্লা নাসের আলী, চন্দন রক্ষিত আতাউল হক সহ আরও অনেকে।
Social