Breaking News

নতুনরূপে সাজল কাঁকসা থানা

  

পাপু লোহার, কাঁকসাঃ বৃহস্পতিবার কাঁকসা থানাকে নতুন রূপে সাজানোর পর ফিতে কেটে উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম, এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা, কাঁকসার এসিপি শ্রীমন্ত ব্যানার্জি,কাঁকসার আইসি সন্দীপ চট্টরাজ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। গত কয়েক মাস ধরে কাঁকসা থানা নতুন ভাবে রং করে গোটা থানা চত্বরে নানান ধরণের ফুলের টব লাগিয়ে সাজিয়ে তোলা হয়।

পাশাপাশি গোটা থানা চত্বরে নানান সচেতনতামূলক পোস্টার দেওয়া হয়েছে। কোথাও নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে।আবার কোথাও পোস্টারে বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কথা বলা হয়েছে। আবার কোথাও নাবালিকার বিয়ে রোখার কথা বলা হয়েছে। এইভাবে গোটা থানা চত্বর সাজিয়ে তোলার পর বৃহস্পতিবার ফিতে কেটে নব রূপে সেজে ওঠা কাঁকসা থানার উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার।

অন্যদিকে, রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এবার উদ্যোগী হলো বুদবুদ থানার পুলিশ। বৃহস্পতিবার বুদবুদ থানা প্রাঙ্গনে স্বেচ্চায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে বুদবুদ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ রক্তদান করেন। বুদবুদ থানার ওসি সিকান্দার আলম জানিয়েছেন রক্ত সংকট মেটাতে ও রক্তের প্রতি এলাকার মানুষের প্রতি উৎসাহ বাড়াতে রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়। রক্তদান শিবিরে এদিন মোট ৮৮জন রক্তদান করেন।

তবে পরবর্তী সময়ে রক্তের সংকট দেখা দিলে আবারও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি, পানাগড় ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ, বিশিষ্ট সমাজসেবী উমেশ মিশ্র, নিতাই হাজরা প্রমূখ।

About Burdwan Today

Check Also

এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *