Breaking News

কাউন্সিলরের নেতৃত্বে বড়নীলপুর বাজারে বিশেষ অভিযান

 

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে প্লাস্টিক, থার্মোকল এবং প্লাস্টিক জনিত নানা রকমের জিনিস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন। তারপরেও শহর বর্ধমানের বড়নীলপুর বাজারে দেখা গেল রমরমিয়ে প্লাস্টিকের ব্যবহার।

 এদিন হঠাৎই বর্ধমান পৌরসভার এমসিআইসি তথা কাউন্সিলর প্রদীপ রহমানের নেতৃত্বে একটি বিশাল টিম বড়নীলপুর বাজারে তল্লাশি অভিযান করেন এবং স্থানীয় একটি দোকান থেকে বেশ কয়েক কেজি নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ জিপার বাজেয়াপ্ত করেন। এই প্রসঙ্গে দোকানদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এর আগেও পৌরসভা থেকে সাবধান করে গিয়েছিল তারপরে কিছু প্লাস্টিক ব্যাগ জিপার বেঁচে থাকায় সেগুলি ব্যবহার করছিলাম। ভবিষ্যতে প্লাস্টিক এবং প্লাস্টিক জাত কোনো দ্রব্য ব্যবহার করব না বা বিক্রি করব না। এমসিআইসি প্রদীপ রহমান বলেন এইরকম অভিযান আমাদের আগেও চলছে শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আর আগামী দিনেও এই অভিযান চলবে। এদিন ওই দোকানদারদের প্লাস্টিক ব্যবহারে সাবধান করে দেন এবং পরবর্তীতে তাদের নির্দিষ্ট করা জরিমানা করা হবে বলে জানানোও হয়।।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *