টুডে নিউজ সার্ভিস, মালদাঃ মালদার ইংরেজবাজার নাবালিকা ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের দপ্তরে হাজিরার নির্দেশ। মালদার ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও ইংরেজবাজার থানার আইসি আশিষ দাস সহ দুই পুলিশ আধিকারিককে কলকাতায় তলব। তদন্তের অগ্রগতি নিয়ে ডেকে পাঠানো হয় লালবাজারে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। চার্জশিট প্রস্তুত, স্পেশাল কমিশনের নির্দেশ দিলেই পেশ করা হবে।