বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হল নদীয়া জেলাশাসকের কাছে। তাদের দাবি সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। এক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের দায়িত্ব নিতে হবে। কারণ কয়েকদিন আগে সেবি সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করেছেন শুধুমাত্র সারদায় ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরতের। তাই তারই প্রতিবাদে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় থেকে জেলাশাসকের দপ্তরে পর্যন্ত একটি মিছিল করে একাধিক দাবি নিয়ে অল বেঙ্গল চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি সারা রাজ্য জুড়ে প্রচুর আমানতকারী আজ সর্বস্বান্ত হয়েছে একাধিক চিটফান্ড কোম্পানি দাঁড়া। তাই তাদের দাবি সকল চিটফান্ড কোম্পানির আমানতকারীদের টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে। তারা আরও জানালেন আজ গোটা রাজ্য জুড়ে চিটফান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি।