টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ পাহাড়ের মত জমে থাকা শহরের আবর্জনার স্তূপের প্রায়শয় চোখে পড়ত এতদিন। কিন্তু, এবার তার দিন শেষ। ডাম্পিং গ্রাউন্ড ব্যবস্থা তুলে দেওয়ার পথে হাঁটতে চলেছে দুর্গাপুর নগর নিগম।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে। ‘নির্মল বাংলা’র লক্ষ্যে চালু হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সোমবার দুর্গাপুরের শঙ্করপুর ডাম্পিং গ্রাউন্ড এলাকায় তারই শুভ উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় ।পড়ে থাকা আবর্জনা থেকে বায়ো গ্যাস বা জৈব সার তৈরি করবে একটি বেসরকারী সংস্থা। সংগৃহীত আবর্জনা সরাসরি প্রকল্পস্থলে চলে যাবে। এই প্রকল্প রূপায়ণে বাড়ি–বাড়ি থেকে দু’ধরনের বর্জ্যকে আলাদাভাবে সংগ্রহ করা হবে – যা পচনশীল নয় এবং যা পচনশীল। তবে পচনশীল নয়, এমন পদার্থের কিছু অংশ থেকে কোনও কিছুই তৈরি করা যায় না। সেক্ষেত্রে ‘সায়েন্টেফিক ল্যান্ড ফিলিং’–এর মাধ্যমে তা এক জায়গায় রাখা হবে। তা বেশ কিছু দিন পর নষ্ট হয়ে যাবে। দুর্গাপুর নগর নিগম এলাকার বিভিন্ন বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। পচনশীল বর্জ্য দিয়ে সার তৈরি করা হবে। আলাদা করার পর অপচনশীল বর্জ্য বিভিন্ন প্রয়োজনীয় কারখানাযাত করে বিক্রি করে দেওয়া হবে বলে জানা গেছে।