বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া অঞ্জনা নদী এখন মাফিয়াদের দখলে। এক সময় অঞ্জনা নদীর নাম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় পাওয়া যেত। সেই অঞ্জনা নদী এখন শুকিয়ে খালে রূপান্তরিত হয়েছে। অঞ্জনা খাল নিয়েই বড় ঝঞ্ঝাটের সৃষ্টি হয়েছে কৃষ্ণনগর এলাকায়। খাল দখল করে রনি সাহা মাছ চাষ করছে। বাধা দিতে গেলে স্থানীয় পরিবার গুলোর উপর প্রাণনাশের হুমকি সহ একাধিকবার আক্রমণ রনি সাহার।
গতবছর চড়ক পুজোর সময় এলাকারই এক যুবককে চরক মেলার মাঠে গুলি করে রনি সাহা। ঘটনায় তাকে গ্রেফতার করেছিল কোতোয়ালি থানার পুলিশ। প্রায় দু’বছর জেল হাজত খাটার পর কিছুদিন আগেই সে ছাড়া পায় জেল থেকে। জেল থেকে বেরিয়ে আবার আক্রমণ শুরু করে অঞ্জনা খালকে কেন্দ্র করে। গভীর রাতে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি করে দোগাছি সিভন পাড়া এলাকায়। অস্ত্র নিয়ে হামলা চালায় এক বাড়িতে। ঘরবাড়ি ভাঙচুর সহ ১২ বছরের এক নাবালিকার হাতে অস্ত্রের কোপ মারে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এছাড়া প্রতিনিয়ত ফোনে হুমকি দিচ্ছে রানী সাহা। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিরাপত্তা তাগিদে এলাকার মানুষ কৃষ্ণনগর কোতোয়ালি থানার দ্বারস্থ। পুরো ঘটনার তদন্ত ও নিরাপত্তার আশ্বাস দেয় কোতোয়ালি থানার পুলিশ।
Social