মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ দক্ষিণবঙ্গে বর্ষার মৌসুম পেরিয়ে গেছে। চলছে শরৎকাল। আকাশে মাঝে মাঝে মেঘের ঘনঘটা থাকলেও তেমন বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। হলে এতদিন নদীগুলি ছিল জলশূন্য। কিন্তু, কয়েকদিন আগে বিহার ঝাড়খন্ড কিছুটা হলেও বৃষ্টি হয়েছে এবং ডাম্পের জলযোগ হয়ে বেশ কিছুটা বেড়ে গিয়েছে। ফলে পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের সঙ্গে বীরভূমের জয়দেব কেন্দুলি ভাসাপোল প্রায় কুড়ি ফুট ছেড়ে গেছে। বর্তমানে নদীতে কিছুটা জল থাকার দরুন সোমবার থেকে শুরু হয়েছে ফেরি চলাচল। দুটি ফেরি চলছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের যোগাযোগ রক্ষার জন্য। তাতে যে পরিমাণ লোক এক একটা ফেরিতে যাতায়াত করছে সেটা দেখলেই মনে হবে ঝুঁকিপূর্ণ। যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।
এদিন দেখা গেল নৌকাচালক থেকে শুরু করে যাত্রীদের কারোরই নেই লাইফ জ্যাকেট। ফলে চলছে বেনিয়মের ফেরি। তবে সোমবার ফেরি চলাচল শুরু হওয়াতে খুশি এলাকাবাসী। কারণ বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরে যায় বিভিন্ন কাজের জন্য বহু মানুষ প্রতিদিন সকালে য। এই ফেরি চলাচল আজ থেকে শুরু হওয়া তে তাদের আর ইলামবাজার হয়ে যাওয়ার দরকার হচ্ছে না সরাসরি ফেরির মাধ্যমে পশ্চিম বর্ধমানের পৌঁছে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি ফেরি চলাচল শুরু করার জন্য ফেরি চলাচলের দায়িত্ব থাকা ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়েছেন প্রশাসন থেকে শুরু করে এলাকা সাধারণ মানুষ।