টুডে নিউজ সার্ভিস, কাঁথিঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বড়ো ধাক্কা খেলেন গেরুয়া শিবির। কাঁদিতে পুরসভার পর এবার সমবায় সমিতির নির্বাচনেও মুখ থুবড়ে পড়ল বিজেপি। কাঁথি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পদ্মপুখুরিয়া পদ্মশ্রী সমবায় সমিতির ভোটে খাতাই খুলতে পারল না বিজেপি।
শনিবার ৯টি ডিরেক্টরের পদের জন্যে ভোটগ্রহণ হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ৬৮১। তৃণমূল সমর্থিত অফিসিয়াল প্যানেল ভোট পেয়েছে ৬৩৪টি। যা বিরোধী দলনেতার কার্যত হার বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
অফিসিয়াল প্যানেলে প্রাক্তন সভাপতি দীপক দাস ও সম্পাদক অশোককুমার প্রধান ছাড়া বাকি ৭ জনই নতুন মুখ। তাঁরা হলেন বিকাশচন্দ্র বেরা, প্রভাতকুমার মানিক, সুপ্রভাত জানা, তপনকুমার মহাপাত্র, রিনা মানিক, সুমিতা গিরি, তপন বর।
Social