টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শহর বর্ধমানে যানজট মুক্ত করতে অভিযানে নামে বর্ধমান পৌরসভা ও প্রশাসন। গ্রাম পঞ্চায়েত এবং শহর মিলিয়ে কমবেশি ১৫ হাজার টোটো চলে শহর বর্ধমানে। বর্ধমান পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণ করতে বহুবার টোটো চালক ও মালিকদের নিয়ে বৈঠক করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি ফলে শহরে বেড়েই চলেছে টোটোর দাপট।
আর এই দাপট হবে নাই বা কেন ? শিক্ষিত বেকাররা কাজ না পাওয়ায় টোটো চালাতে বাধ্য হয়েছেন বলে জানাচ্ছেন শিক্ষিত বেকাররা।
টোটো চলাচল নিয়ে বর্ধমান পৌরসভা কিছু গাইডলাইন ও রুটের ব্যবস্থা নেয় এবং কম করে ৩৬০০ টোটো চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ফলে বেঁকে বসেছে চলকরা। তাঁরা পৌরসভার এমন সিদ্ধান্ত মানতে নারাজ। তাই সোমবার টোটো চালকরা বন্ধ করে দেয় পরিষেবা। এদিন সমস্ত টোটো চালকরা একত্রিত হয়ে স্টেশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিক্ষোভের জেরে দুর্ভোগে পরে স্কুল পড়ুয়া ও দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ।