টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ফের বর্ধমানে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু হলো দুই যুবকের। ঘটনাটি ঘটে শনিবার সকালে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ থানার আমিলা বাজারে। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতরা হলেন সুকান্ত রানা (২০) এবং অনিমেষ মল্লিক (২১)। তাদের বাড়ি রায়নার উদগড়া এবং সেহারাবাজারে। তারা দুই বন্ধু৷
এদিন একই বাইকে চেপে তারা বাঁকুড়া মোড়ে একটি লেদে কাজে যাচ্ছিল। সেই সময় বর্ধমান আরামবাগ রুটের একটি বাস আরামবাগের দিকে যাওয়ার সময় বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় দুজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে আনা হলে সেখানেই চিকিৎসারা তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
Social