টুডে নিউজ সার্ভিস, দুর্গাপুরঃ কন্টেইনারে করে কয়লা পাচারের নয়া কৌশল ভেস্তে দিল পুলিশ। নাকা চেকিংয়ের বড় সাফল্য পেল পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানা। পুলিশ সূত্রে খবর, জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়া রাস্তায় বিজপুর সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল, সেই নাকা চেকিংয়ের সময় একটা কন্টেইনার দাঁড় করানো হয় এবং তার কাগজপত্র চেক করা হয়। এরপরই গাড়ির পেছনের গেট খুলতেই অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা। গেট খুলতে দেখা যায় ভেতরে বস্তা ভর্তি বোঝাই করা অবৈধ কয়লা।
পুলিশ সূত্রের আরও জানা যায়, এই কারবার তারা অনেকদিন ধরেই করছিল এবং সেই খবর থানার কাছে অনেকদিন ধরে আসছিল। কিন্তু, কোনোমতেই তাদেরকে ধরা যাচ্ছিলো না ,অবশেষে এদিন সন্ধ্যা নাগাদ এই গাড়ি ধরা পড়ে।