টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ একদিকে জেলা আদালত অন্যদিকে স্কুল, শহরের এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় আগুন। এই আগুনকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার বর্ধমান শহরের কোর্ট কোম্পাউন্ড এলাকায়। এই জায়গাটির একপাশে রয়েছে জেলা আদালত ও অন্য পাশে রয়েছে স্কুল। এদিন হঠাৎ এই পরিত্যক্ত জায়গায় পরে থাকা আবর্জনায় আগুন লাগলে আতঙ্ক ছড়িয়ে পরে আদালত চত্বরে।
খবর যায়, বর্ধমান থানায় ও দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জেলা আদালতের এক আইনজীবী বলেন, এই আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। এই কোর্ট চত্বরে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে,পাশেই চলছে স্কুল। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা।
Social