দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাত পেরোলেই বাঁকুড়ার ৩ পৌরসভাতে অনুষ্ঠিত হতে চলেছে পৌরভোট। তার আগে বড়সড়ো অভিযোগ সোনামুখীর স্থানীয় বাসিন্দাদের, তাদের অভিযোগ তৃণমূল নাকি ভাড়া করা গুন্ডা এনে পৌরসভার ভোট করানোর জন্য বিভিন্ন ওয়ার্ডে রেখেছে তাদের। এই অভিযোগ তুলে সোনামুখী চৌমাথা মোড়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো সোনামুখীর স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখায় তারা, এর জেরে সোনামুখী বাঁকুড়া রাজ্য সড়কে বন্ধ হয় যানবাহন চলাচল।
স্থানীয় বাসিন্দাদের দাবি সোনামুখী পুরো শহরে এতদিন অব্দি শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়ে আসছে, এখন তৃণমূলীরা সন্ত্রাস চালাচ্ছে।এখন রাত এগারোটা এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ চলছে, ঘটনাস্থলে অনেক পুলিশকর্মী মোতায়ন করা হয়।
Social