দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ একদিকে পবিত্র ঈদ উৎসব অন্যদিকে অক্ষয় তৃতীয়ার আনন্দের এই সন্ধিক্ষণ মর্মান্তিক পথ দুর্ঘটনায় ইন্দাসে মৃত্যু হল এক যুবক সহ দুজনের পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইন্দাস থানার সিকদারি এলাকায়। মৃত দুজনের নাম শেখ রেজাউল (১৯) বাড়ি সাঁওতারি এলাকায় এবং মঙ্গলা সাঁতরা (৫২) বাড়ি ইন্দাস হাজরা পাড়ায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ রেজাউল নামের যুবক একটি বাইকে করে নামাজ শেষে বন্ধুকে নিয়ে ইন্দাস থেকে কোতুলপুরের দিকে ঘুরতে যাচ্ছিল সেই সময় সিকদারি মোড় এলাকায় বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের এবং সেই সময় রাস্তার ধারে একটি সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন মঙ্গলা চরন সাঁতরা নামে এক ব্যক্তি। তখন বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাসটি ফলে তিনিও গুরুতর আহত হন এবং তাকে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। আহত অপর একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও মৃতদেহ দুটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
Social